Loading...

Film Festival

ভূমিকা

জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট আয়োজন করছে মাতৃভাষা চলচ্চিত্র উৎসব ২০২৬। প্রতিযোগীরা ভিডিও কনটেন্ট/শর্ট ফিল্ম তৈরি করে চলচ্চিত্র উৎসবে জমা দেবে। উৎসব কমিটি নির্ধারিত জুরি সদস্যগণ নির্মিত ভিডিও কনটেন্ট/ শর্ট ফিল্ম অবলোকন করবে এবং মেধা ও সৃস্টিশীলতাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করবে।

লক্ষ্য

মাতৃভাষা চলচ্চিত্র উৎসব ২০২৬ একটি অনন্য উদ্যোগ যা আমাদের মাতৃভাষার সমৃদ্ধি ও বৈচিত্র্য উদযাপন করার সুযোগ দেয়। জহির রায়হান চলচ্চিত্র ইনস্টিটিউটের এই উদ্যোগটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। এই উৎসবটি বিভিন্ন ভাষার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্যকে তুলে ধরবে।

আয়োজক প্রতিষ্ঠান

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম খ্যাতিমান লেখক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের নামে প্রতিষ্ঠিত হয়েছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। এটি একটি জাতীয় চলচ্চিত্র সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠান। এই সংগঠন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত। সংগঠনটি চলচ্চিত্র শিক্ষা কার্যক্রমের আওতায় জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট নামে একটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চলচ্চিত্র একটি শক্তিশালী আন্তর্জাতিক মাধ্যম। আমরা শিক্ষার্থীদের চলচ্চিত্র নিয়ে প্রতি বছর উৎসবের আয়োজন করে থাকি।

পুরস্কার

বিভিন্ন ক্ষেত্রে চলচ্চিত্র সাথে সম্পর্কিত স্বনামধন্য শিল্পী ও শিক্ষকদের নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়েছে। জুরি বোর্ড কর্তৃক উৎসবের জন্য চলচ্চিত্র নির্বাচিত করা হবে। নির্বাচিত চলচ্চিত্রের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ী নিশ্চিত করা হবে। নির্বাচিতদের পুরস্কার বাবদ নির্ধারিত অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে।

উৎসবের স্থান ও তারিখ

উৎসবের অনুষ্ঠিত হবে ১ - ৩ ফেব্রুয়ারী ধানমণ্ডির ক্যাফে ভিন্টেজে। উৎসব আয়োজনে অতিথি, চলচ্চিত্র পরিচালক, শিক্ষক ও দর্শক উপস্থিত থাকবেন।

অংশগ্রহণের নিয়মাবলী

বাংলাদেশের যে কোন চলচ্চিত্র নির্মাতা এই উৎসবে তাদের নির্মিত ভিডিও কন্টেন্ট/ শর্ট ফিল্ম নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে। নির্মিত চলচ্চিত্রটি বিষয়বস্তু সম্পর্কে গল্প সংক্ষেপ এবং ছবির পোস্টার ডিজাইন জমা দিতে হবে। ভিডিও ফরমেট হবে এইচ.ডি.। জমা দেওয়া শর্ট ফিল্ম/ ভিডিও কনটেন্ট অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব কাজ হতে হবে এবং কন্টেন্টে উপস্থাপিত সঙ্গীত, শব্দ, দৃশ্য কোন কপিরাইট বা কোনও তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করবে না। অংশগ্রহণকারীদের জমা দেওয়া চলচ্চিত্রের সমস্ত মালিকানার অধিকার বজায় থাকবে। মোবাইল ফোনে নির্মিত শর্ট ফিল্ম/ ভিডিও কন্টেন্টও গ্রহণযোগ্য হবে। বিষয় ভিত্তিক নির্মিত চলচ্চিত্র আগামী ২০ জানুয়ারি ২০২৬ এর মধ্যে জমা দিতে হবে।

  • নির্মিত চলচ্চিত্রটি ও তার বিষয়বস্তু সম্পর্কে গল্প সংক্ষেপ এবং ছবির পোস্টার ডিজাইন গুগল ড্রাইভে রেখে নিচের ফর্মটি পূরণ করে আপনার অংশগ্রহন নিশ্চিত করুন।
ওয়ার্কশপ

আমাদের ওয়ার্কশপ এ যোগ দিতে ফর্ম ডাউনলোড করুন ও ZRFI Film Institute- এ যোগাযোগ করুন।

Download Form